জীবননগরে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সভা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে নকল ও ভেজাল কৃষি উপকরণের  ক্ষতিকর প্রভাব নিয়ে৷ সচেতনতা   সভা অনুষ্ঠিত হয়েছে।       সোমবার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজী টাওয়ারের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, নকল ও ভেজাল কৃষি উপকরণের প্রভাবে বেশির ভাগ ক্ষেত্রেই চমকপ্রদ নাম ব্যবহার করা হয়। বিভিন্ন অফার দেয়া হয়। লেবেলে লেখা মূল্য ও বিক্রিয় মূল্যের অনেক পার্থক্য থাকে।

এক কোম্পানির একটাই প্রোডাক্ট বাজারে থাকে। বক্তারা বলেন, সস্তায় কৃষি পণ্য খুঁজবেন না,বাকি কিনবেন না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তারা বলেন, আপনাদের অবশ্যই আইন সম্পর্কে জানতে হবে৷ নকল ও ভেজাল পণ্য সম্পর্কে ধারণা থাকতে হবে।

নকল ও ভেজাল কৃষি উপকরণ মনে হলে কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করাবেন।

তারা আরও বলেন, ভেজাল ও নকল কৃষি উপকরণে সবচেয়ে বেশি ক্ষতি করে মাটির।

এতে মাটির গুণগতমান কমে যায়৷ ফসলের উৎপাদন কমে যায়। স্বাস্থ্যঝুঁকি বাড়ে। মাছ, পশুপাখিসহ পরিবেশের ক্ষতি হয়।

 

শুধু আইন সংস্কার বা কৃষি বাব্যবসায়ীদের সচেতনতা করে এর প্রতিকার সম্ভব নয়।   সবাই এক সাথে সচেতন হলেই এর প্রতিকার সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উদয় রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিনজেনটার কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার মেজর (অ.)জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *