জীবননগরে বহুমূখি পাটজাত পণ্য তৈরী বিষয়ক কর্মশালা উদ্বোধন 

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বহুমূখি পাটজাত পণ্য তৈরী বিষয়ক ৫দিন ব্যাপি প্রশিক্ষণের কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলার উথলী কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস,উথলী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু।
ভিলেজ ফ্যামিলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভিএফডিও’র সহযোগিতায় শিল্প মন্ত্রনালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এসএমইএফ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২০জন নারীসহ ৩০জন নারী এ কর্মশালায় অংশগ্রহণ করছে। এসএমইএফের প্রশিক্ষক শামীম আহম্মেদ ও ফাতেমাতুজ জোহরা কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *