জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জীবননগর সাংবাদিক সমিতির কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শপথ পাঠ বাক্য পাঠ করান।
জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস,উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ।
এছাড়াও সহ-সম্পাদক মুতাছিন বিল্লাহ, দপ্তর সম্পাদক আসিম সাঈদ, অর্থ সম্পাদক বশির উদ্দিন বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান নয়ন,
প্রচার, প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, নির্বাহী সদস্য শেখ শহিদ, নূর আলম , জাহিদুল ইসলাম মামুন, আহম্মেদ সগীর, ডি এম মতিয়ার সহ সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীবননগর সাংবাদিক সমিতির সহ-সভাপতি চাষি রমজান।