জীবননগর অফিস:-
এবার সারাদেশের মত অত্যন্ত জাঁকজমক পরিবেশের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়ও উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে বৃহস্পতিবার বিকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন ময়েনের সভাপতিত্বে বিকাল সাড়ে ৫ টার দিকে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাকির আহম্মেদ শামীম,সরোয়ার হোসেন,মিনাজুল ইসলাম,রানা হোসেন,সদস্য সচিব কামরুল ইসলাম,জীবননগর পৌর যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর হযরত আলী,যুগ্ম-আহবায়ক আনার হোসেন আনার,জহুরুল ইসলাম মিঠু,আব্দুল আলিম,আজমত আলী,মতিয়ার রহমান ও সদস্য সচিব মনির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,যুবদল নেতা ইউনুস আলী,আকতারুজ্জামান গাজী,জাহিদ হোসেন,মামুন হোসেন,মানিক মিয়া,সুমন হোসেন ও সজল হোসেন প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী রোববার বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে উপজেলা যুবদল ও পৌর যুবদল যৌথ ভাবে দিনব্যাপী উদযাপন করতে নানা কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।