জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর বাসস্ট্যান্ডে একই চায়ের দোকানে আবারও চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে।
একই চায়ের দোকানে গত এক মাসের ব্যবধানে দু’বার চুরি সংঘটিত হওয়ায় মার্কেটের দোকানিদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় ভুক্তভোগী দোকানির পক্ষ থেকে থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।
উপজেলার মনোহরপুর মাঝপাড়ার প্রান্তিক কৃষক আশরাফ আলীর ছেলে শাওন হোসেন(৩৫) জীবননগর-চুয়াডাঙ্গা-ভায়া দর্শনা সড়কের মনোহরপুর বাসস্ট্যান্ড মার্কেটের চা দোকানি।
তিনি বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দোকান ঘরটি বন্ধ করে শিয়ালমারী পশুহাটে যান। তিনি সেখানে সেখান থেকে দুপুর আড়াইটার দিকে ফিরে দেখতে পান দোকানের দরজা কৌশলে খুলে অজ্ঞাত চোর চক্রের সদস্যরা দোকানের ভিতরে থাকা ৪০০-৫০০ টাকা ও বেশ কয়েক প্যাকেট বিভিন্ন কোম্পানির সিগারেট চুরি করে নিয়ে গেছে। তিনি অবস্থা দেখে রীতিমত হতবাক হয়ে পড়েন।
শাওন হোসেন বলেন,মনোহরপুর বাসস্ট্যান্ডে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। কয়েক দিন আগে মসজিদের দান বাক্স ভেঙ্গে চুরি হয়েছে। এক মাস আগে আমার দোকানে আরো একবার চুরি সংঘটিত হয়েছে।
বার বার চুরি সংঘটিত হলেও এ পর্যন্ত চোর সনাক্ত করা সম্ভব হয়নি।
মনোহর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ বলেন,মনোহরপুর বাসস্ট্যান্ডে একের পর এক চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীও আশেপাশের মানুষ চোর আতঙ্কে আছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বলেন,ঘটনার ব্যাপারে থানায় এখন ওপর্যন্ত কোন অভিযোগ পাওনা যায়নি।