জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নুর নবী মোল্যা(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত নুর নবী মোল্যা উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মোল্যার ছেলে।
নিহতর পারিবারিক সূত্র জানায়,নিহত নুর নবী মোল্লা শনিবার দুপুর ১ টার দিকে বাড়ি সংলগ্ন স্থানে একটি টিউবয়েলে গোসল করছিলেন।
এসময় বৈদ্যুতিক মোটরের তার টিউবয়েলের লেগে যায়। টিউবওয়েল বিদ্যুতায়িত হলে নূরনবী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর নূরনবীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
জীবননগর অফিসার থানার অফিসার ইনচাজ মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।