জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রাম থেকে একই রাতে একই বাড়ী থেকে তিনটি ব্যাটারি চালিত ৩ টি পাখি ভ্যান চুরি হয়ে গেছে। ঘটনাটি বৃহস্পতিবার দিনগত শুক্রবার রাতে সংঘটিত হয়েছে।
আয়ের একমাত্র উৎস ভ্যান ৩টি চুরি হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মাঝপাড়ার মৃত আলম মোল্যার ছেলে হতদরিদ্র জিন্নাত আলী(৩২) বলেন,আমি ও আমার বড় ভাই বানি মোল্যা এবং ভাগ্নে পারভেজ আমাদের ৩ টি ব্যাটারি চালিত পাখিভ্যান বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে আমাদের বাড়ীর উঠানের এক স্থানে রেখে বৈদ্যুতিক চার্জে দিয়ে রাখি।
সেখানে আরো দুইটি ভ্যান ছিল। পরের দিন শুক্রবার রাত ৩ টার সময় ঘুম থেকে জেগে দেখি যে,৫ টি ভ্যানের মধ্যে ৩ টি ভ্যান নেই। দেখা যায় যে,বাড়ীর প্রধান ফটকের টিনের দরজা কেটে অজ্ঞাতনামা চোর সিন্ডিকেটের সদস্যরা আমাদের ভ্যান ৩ টি চুরি করে নিয়ে গেছে।
আমরা সকলেই গরীব মানুষ। ভ্যান ৩ টি চুরি হওয়ায় আমাদের আয়ের একমাত্র উৎস শেষ হয়ে যাওয়ায় আমরা দিশেহারা।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ডাবলু মিয়া বলেন,ঘটনাটি আমি শুনেছি। বৃষ্টি-কাদার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি। তবে ভুক্তভোগী পরিবারগুলো খুবই গরীব মানুষ। ভ্যানগুলোই ছিল তাদের আয়ের একমাত্র উৎস।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং চোর সনাক্তে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে।