জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চলতি মওসুমে বিনা চিনাবাদামের বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।
দেশের অর্থকারী ফসল গুলোর মধ্যে বাদাম অন্যতম ফসল। এ কারণে লাভজনক বাদাম চাষে দিন দিন কৃষকেরা ঝুঁকে পড়ছেন।
জীবননগর উপজেলায় চলতি বছর বছর বিপুল পরিমাণ জমিতে বিনা উৎপাদিত বিনা চিনাবাদাম- ৪ বিনা চিনাবাদাম-৬,চিনাবাদাম-৮ এবং ঢাকা-১ ব্যাপক আবাদ হয়েছে।
বিনার উৎপাদিত এসব জাতের সবচেয়ে বেশী আবাদ হয়েছে উপজেলার কৃষ্ণপুর,মারুফদহ,মোক্তারপুর,মমিনপুরে।
উপজেলার মোক্তারপুর গ্রামের বাদাম চাষি জহুরুল হক বলেন,চলতি মওসুমে আমার বিনার উৎপাদিত বিনা-৮ জাতের চাষ করেছি।
এ বাদাম মুলত: বীজের জন্য চাষ করা হয়েছে। চলতি মওসুমে ফলন বাম্পার হয়েছে।
তবে মওসুমে কয়েক দফায় টানা ও ভারী বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের ফলনে কিছুটা বিপর্যয় ঘটেছে।
একই গ্রামের কৃষক আশানুর রহমান বলেন,চলতি মওসুমে আমার দুই বিঘা জমিতে বিনা চিনাবাদামের চাষ করা হয়েছে। প্রতি বিঘা জমিতে বাদাম চাষ করতে আমার ১০ হাজার টাকা খরচ হয়েছে।
প্রতি বিঘা জমিতে ৫-৬ মণ হারে বাদাম উৎপাদন হয়েছে। বাজারেও দামও ভাল।
বাদাম চাষি শাহিন হোসেন বলেন, বিনা চিনাবাদাম চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় আমাদের এলাকায় দিন দিন বাদামের আবাদ বৃদ্ধি পাচ্ছে।
জীবননগর উপজেলার মোক্তারপুর মাঠে বিনা চিনাবাদাম চাষের ওপর অনুষ্ঠিত মাঠ দিবসে জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড.মোহাম্মদ আসাদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন,বরিশাল বিনা উপকেন্দ্রের ম্যানেজার মৃনাল কুমারশীল ,মাগুরা বিনা উপকেন্দ্রের ম্যানেজার আবু সাঈদ,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান,এসএমই কৃষক রাজেদুল ইসলাম।
এর আগে ভার্চুয়াল বক্তব্য রাখেন, বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, বিনা পরিচালক ও গবেষকড.ইকরামুল হক, প্রোজেক্ট গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের ড. মাহাবুবুল আলম তরফদার,বিনার পিএসও ড. আশিকুর রহমান।
তারা ভার্চ্যুয়াল বক্তব্যে বিনা চিনাবাদামের ওষুধি গুন এবং বাদাম চাষে মাটির উর্বরা শক্তি বৃদ্ধির কথা বলেন।
জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন,জীবননগর উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে দিন দিন বাদামের আবাদ বাড়ছে।
বাদাম চাষ অল্প সময়ের ব্যবধানে স্বল্প খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকেরা এ চাষে ঝুঁকে পড়ছেন। বর্তমানে বাজারে বাদামের দাম সন্তোষজনক।