আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ কার্যালয় থেকে ৫৩ তম জাতীয় সমবায়
দিবস উপলক্ষে রেলী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যহীন হবে বাংলাদেশ,, এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে
এর ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে চলছে সমবায় অধিদপ্তর।
সমবায় কর্মকর্তা মোছাঃ তহমিনা আক্তার এর সভাপতিত্বে তথ্য কর্মকর্তা মোছাঃ তানিয়া সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদুজ্জামান সবুজ,
সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির উদ্যোকতাগন সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।