জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে দু’বিঘা জমির পটল,মরিচ ও কলা গাছ কেটে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি মঙ্গলবার বিকালে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে মৃত আনিস উদ্দিন মন্ডলের ছেলে রিকুল হোসেন বলেন,গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের
পর পরই আমাদের গ্রামের আছের আলীর
ছেলে সাজু,মজিবরের ছেলে রিমন,ইজাবুল হকের ছেলে অমিত হাসান,মালেক ফাউরির ছেলে আরিফুল,খালেকের ছেলে সন্টু মিয়া,
সুলতানের ছেলে সুরত আলী আমাদের জায়গা জমি অন্যায় ভাবে দখলে নেয়ার পাঁয়তারা করে আসছিল। তারা ৫ আগষ্টের পর পর আমাদের দখলে থাকা সরকারী খাস জমি,যা আমাদের নামে ডিসিআর কাটাছিল।
তারা এখন আমাদের দলিলের জমিও বেদখলের জন্য মরিয়া হয়ে উঠেছে।
এ অবস্থায় তারা মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে সশস্ত্র অবস্থায় আমাদের সাড়ে ৫০ শতক জমিতে থাকা পটল,মরিচ ও কলা গাছ কেটে সাবাড় করে দেয়।
এতে আমাদের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা জমিতে গেলেই তারা আমাদেরকে দা,হাসুয়া নিয়ে ধাওয়া করছে। এমন পরিস্থিতিতে আমরা আতঙ্কের মধ্যে
আছি।
এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বাচ্চু মিয়া বলেন,ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না। বর্তমানে গ্রামের পরিস্থিতিও ভাল নয়।
ঘটনার কথা আমি শুনেছি।বিষয়টি নিয়ে এলাকায় বসলে সেখানে বিশৃঙ্খলা ছাড়া কাজের কাজ কিছুই হবে না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।