আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
দীর্ঘদিন পর হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরের ঋষি পাড়ায় মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রি বন্ধের দাবি তুলেছেন ওই পাড়ার যুবকরা সহ এলাকাবাসী ।
প্রতিকার চেয়ে আবেদন করেছেন মহেশপুর সেনাবাহিনী ক্যাম্পে। শুক্রবার এই অভিযোগ করেন তারা। বিষয় টি নিশ্চিত করেছেন ওই পাড়ার যুবক গোবিন্দ দাস।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর শহরের ঋষি পাড়ার কয়েক জন মানুষ গাঁজা ও চুলাই মদ বিক্রি করে আসছেন। এরমধ্যে তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা আমদানি করেন। আর নিজস্ব ভাবে তৈরি করেন চুলাই মদ।
যা বাধাহীন ভাবে প্রতিদিন বিক্রি করছেন,স্কুল,কলেজের ছাত্র,উঠতি বয়সি যুবক ও রিস্ক্রা,ভ্যান ড্রাইভার সহ সব ধরনের মানুষের কাছে। বিক্রেতারা অনেকটা ওপেন ভাবে বিক্রি করেন এ সব মাদকদ্রব্য।
কেউ তাদের বিরুদ্ধে গেলে মাদকদ্রব্য দিয়ে তাকে ফাসানোর ভয় দেখান।
এ কারনে তাদের ভয়ে এলাকার মানুষ দীর্ঘদিন চুপ করে ছিলেন। তবে এ ব্যাপার তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন তাদেরপাড়ার যুবকরা সহ এলাকার মানুষ।
প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মহেশপুর সেনা ক্যাম্পে। এ ছাড়া আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোটচাঁদপুর থানা বরাবর আগামীকাল দেবেন বলে জানান ঋষি পাড়ার যুবকরা।
তারা বলেন,অবাদে মাদকদ্রব্য বিক্রি হয়ায় এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি,ছিনতাই। এ ছাড়া সব সময় মাদক সেবীরা এলাকায় আনা গোনা করায় মানুষের বসবাসে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।
এ কারনে তারা মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রি বন্ধের দাবিতে সেনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম।এর আগে কেউ আমাকে কিছু বলেনি। তবে থানায় অভিযোগটি দিয়েছেন কিনা খোঁজ নিয়ে দেখছি।