জীবননগর গয়েশপুরে বন্ধুর বউকে নিয়ে বন্ধু উধাও

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে হিন্দু-মুসলিম দুই বন্ধু। একে অপরের বন্ধুত্ব আর পারিবারিক ঘনিষ্ঠতা দেখে প্রতিবেশীদের নিকট হিংসার হলেও নরপিশাচ বন্ধু রমজান আলী হিন্দু  সম্প্রদায়ের বন্ধু সুজন দাসের বউয়ের সাথে গোপন পরকীয়া গড়ে তোলে।

আর সেই পরকীয়ার শেষ পরিণতি রমজান আলী বন্ধু সুজন দাসের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছে। ঘটনাটি নিয়ে এখন প্রতিবেশীদের আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এক সন্তানের জনক রমজান আলী বন্ধুর স্ত্রী দুই সন্তানের জননী রুপা রানী দাসকে নিয়ে শুক্রবার দুপর সাড়ে ১২ টার দিকে অজানা ঠিকানায় পাড়ি জমিয়েছে। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর দাসপাড়ার অধীর দাসের ছেলে সুজন দাস বলেন,একই গ্রামের উত্তরপাড়া মৃত আজিজুল হকের ছেলে রমজান আলী(৩০) আমার ঘনিষ্ঠ বন্ধু। তার আমাদের বাড়ীতে বন্ধু হিসাবে অবাধ যাতায়াত ছিল। রমজানকে আমরা সবাই খুব বেশী বিশ্বাস করতাম।

কিন্তু সে আমার দুই সন্তানের জননী স্ত্রী রুপা দাসের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। ঘটনাটি শেষ অবধি জানতে পেরে রমজান আলীকে সতর্ক করে দিই। কিন্তু তারপরও তারা একে অপরের সাথে সম্পর্ক অব্যাহত রাখে।

এক পর্যায়ে শুক্রবার দুপুর  সাড়ে ১২ টার দিকে আমাদের বাড়ীতে লোকজনের   অনুপস্থিতির সুযোগে  রমজান আলী আমার স্ত্রী রুপা দাসকে ফুঁসলিয়ে নিয়ে কোথায় চলে গেছে।

দু’দিন ধরে তাদেরকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও কোন হদিস পাওয়া যায়নি। শেষ পর্যন্ত শনিবার রাতে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করি।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম পাকু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটি অত্যন্ত দু:খজনক।  তাদের এ অসম পরকীয়ার কারণে দু’টি দাম্পত্য  জীবনে অশান্তিও দুই  পরিবারেরই সন্তান সন্ততি রয়েছে। এই অবস্থায় কাজটি অত্যন্ত জঘন্য হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো: শহিদুর রহমান বলেন,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *