জীবননগরে বাড়ী মালিকের পাখিভ্যান নিয়ে ভাড়াটিয়া উধাও

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের আশতলাপাড়া বাড়ী মালিকের একটি পাখিভ্যান গাড়ী নিয়ে স্বপরিবারে পালিয়ে গেছে ভাড়াটিয়া রাজন(২৭)।  ঘটনাটি  শুক্রবার  সকাল  সাড়ে ১১ টার দিকে  সংঘটিত হয়েছে।  এ ঘটনায় বাড়ী মালিক আমিনুর খান পড়েছেন বিপাকে।

জীবননগর উপজেলার পৌর শহরের মৃত লুৎফর খানের আমিনুর রহমান খান বলেন,রাজন দীর্ঘদিন ধরে জীবননগর শহরে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিল। এক পর্যায়ে তার সাথে আমার পরিচয় হয়। সেই পরিচয়ের সুত্রধরে আমার নিকট রাজন আকুতি মিনতি জানায় এবং আমাকে বাড়ী ভাড়া দিতে বলে।

আমি সরল বিশ্বাসে গত ১৩ নভেম্বর আমার বসত বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে সুযোগ করে দিই। পরে তাকে বাঁকা গ্রামের রজব আলীর নিকট থেকে একটি পাখিভ্যান ভাড়ায় নিয়া দিই। কিন্তু রাজন কৌশলে শুক্রবার সাড়ে ১১ টার দিকে তার স্ত্রী সন্তানসহ পাখিভ্যানটি নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়।

পরে আর তারা বাড়ীতে ফিরে না আসায় সন্দেহের সৃষ্টি হয়। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও সন্ধান পাওয়া যায় নাই। উক্ত রাজনের খালুর বাড়ী ধোপাখালী এবং শ্বশুর বাড়ী শৈলো। আমি গরিব মানুষ বিপাকে পড়েছি।

জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর হযরত আলী বলেন,ঘটনার বিষয়টি শুনেছি। আসলে ভাড়াটিয়া রাজনের নাম ঠিকানা সঠিক না হওয়ায় তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো: শহিদুর রহমান বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *