জীবননগর বাড়ান্দীতে ছেলের হামলায় বৃদ্ধ বাবাসহ ৩ জন জখম থানায় নালিশ

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাড়ান্দী গ্রামের মির্জাপাড়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে ছেলে।

ঘটনাটি রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সংঘটিত হয়েছে। এ সময় বৃদ্ধ মুনসুর আলীকে(৭০) রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার মেয়ে-জামাইও।

ঘটনার পর আহতরা জীবননগর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী মির্জাপাড়ার মৃত আব্দুর রহিম মির্জার ছেলে মুনসুর আলী আবেগ আপ্লুত কন্ঠে বলেন,আমার ছেলে মমিন মির্জা(৩৫) আমার ও আমার স্ত্রীর প্রতি নুন্যতম নৈতিক দায়িত্ব পালন না
করলেও মমিন আমার সহায় সম্পত্তি ঠিকই ভোগ দখল করে আসছে।

মমিন মির্জা আমাকে প্রায়ই নানা অজুহাতে অত্যাচার নির্যাতন করে আসছে। কিন্তু আমি সন্তান হিসাবে তাকে বার বার মাফ করে দিয়ে আসছি।

এই অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মমিন আমার জামাতা শরিফুল ইসলাম ও আমার মেয়ে মুসলিমা খাতুন সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলার কারণে তারা মমিনকে ছোট ভাই হিসাবে প্রতিবাদ করে।

কিন্তু মমিন তাতে ক্ষিপ্ত হয়ে তাদেরকে মাঠের ভিতরে মারপিট করে জখম করে।

আমি ঘটনার কিছুই না জানলেও আমাকে বাড়ী সংলগ্ন বাগানের ভিতরে পেয়ে কোন কিছু না বলেই আমাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে।

সে হাতে একটি দা নিয়ে বাড়ীর সামনে দাঁড়িয়ে থাকে
আমরা যাতে হাসপাতালে কিংবা থানায় না যেতে পারি।

পরে আমরা লুকিয়ে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমার ছোট ছেলে মিজান ও স্ত্রী মমতাজ বেগম
তো তার ভয়ে বাড়ী থেকে বের হতে পারছে না।

নির্যাতনের শিকার শরিফুল ইসলাম বলেন,মমিন মির্জা আমার শ্যালক। কিন্তু দু:খের ব্যাপার হচ্ছে সে আমার ও তার বোন সম্পর্কে নানান আপত্তিকর কথাবার্তা মাঠে ঘাটে বলে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে আসছে।

সেই ঘটনায় প্রতিবাদ করতে গেলে সে আমার ও আমার স্ত্রী মুসলিমাকে মারধর করে। এ সময় আমার শ্বশুর মুনসুর আলী মির্জাকেও মারপিট করে।

রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান জিয়া বলেন,ঘটনাটি দু:খজনক এবং চরম অপরাধ। বৃদ্ধ বাবা-মাকে মারপিট কিংবা অন্য যে কোন ভাবে অত্যাচার নির্যাতন করা কোন সভ্য জাতি তা মেনে নিতে পারে না।

এদিকে ঘটনার ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায়,মমিন মির্জা অত্যন্ত অসামাজিক প্রকৃতির মানুষ। সে তার বাবাকে ইতিপু্র্বেও বেশ কয়েকবার মারপিট করেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
বাবা-মাকে অত্যচার নির্যাতন করবে আর পুলিশ কোন ব্যবস্থা নিবে না তা হতে পারে না। ঘটনার ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *