জীবননগর মমিনপুরের বজলু ১৫ দিন ধরে নিখোঁজ পরিবারে শঙ্কা

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মমিনপুর গ্রামের ফল ব্যবসায়ী বজলুর রহমান বজলু(৩০) গত দু’সপ্তাহ ধরে নিখোঁজ হওয়ায় পরিবারে দুশ্চিন্তা দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোন হদিস মেলাতে পারেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডাইরীর প্রস্তুতি চলছে।

জীবননগর উপজেলার হাসাদহ  ইউনিয়নের মমিনপুর  গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বজলুর রহমান বজলু কয়েক বছর আগে প্রবাস জীবন থেকে দেশে ফিরে আসেন। সে এলাকার কৃষকদের নিকট থেকে পাইকারী দরে মৌসুমের বিভিন্ন ফল কিনে ঢাকায় নিয়ে বিক্রি করেন। এ অবস্থায় গত ৭ নভেম্বর বজলু তার বোনের বাড়ী পিয়ারাতলা গ্রামে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। পরে সে আর তার বাড়ীতে ফিরে যায়নি।

নিখোঁজ বজলুর স্ত্রী বিউটি খাতুন বলেন,আমার স্বামী একজন মৌসুমী ফল ব্যবসায়ী। তিনি ঢাকায় প্রায়ই ফলের চালান নিয়ে যেতো এবং সেখানে ৬-৭ দিন কাটিয়ে বাড়ী ফিরতেন। ঢাকায় অবস্থান করা কালে আমার স্বামী মোবাইল ফোন নম্বরে বার বার ফোন দিলেও রিসিভ করতো না।

গত ৭ নভেম্বর সকাল সাড় ৯ টার দিকে তার বোনের বাড়ী যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে সম্ভাব্য সকল স্থানে আমরা খোঁজাখুজি করেছি। কিন্তু কোথাও কোন সন্ধ্যান মেলেনি।

তাকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। অন্যদিকে আমি তিনটা শিশু সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছি। থানায় গিয়ে ঘটনার ব্যাপারে জিডি করতে না পেরে বাড়ীতে ফিরে এসেছি। পরে আবারও থানায় যাবো।

হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন,ঘটনার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই। আমাকে কেউ কোন কিছু বলেনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে আমার কোন কিছ জানা নেই। ঘটনার ব্যাপারে সাধারন ডাইরী করা হলে আইন প্রক্রিয়ায় অনুসন্ধ্যান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *