জীবননগরে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় ইউএনও-ওসি’র কড়া হুশিয়ারী মাদক ব্যবসায়ী ও বখাটেদের কোন ছাড় নয়

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি ও উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটর এক যৌথ সভায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস অভিন্ন ভাষায় বলেন,    মাদক কারবারী, মাদক সেবনকারী     এবং স্কুল-কলেজে পাশে ঘুরাঘুরি বখাটেদের কোন ভাবে ছাড় দেয়া হবে না। এসব অপরাধীদের দমনকরতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা দরকার।

থানা ও উপজেলা প্রশাসন সর্ব সাধারণের জন্য বাসযোগ্য একটি উপজেলা উপহার দিতে চায়। উপজেলায় যে কোন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা প্রস্তুত আছি। উপজেলা নির্বাহী অফিসার আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যৌথ সভায় বাজারে  সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে  বেশী দামে বিক্রয়কারী,  ইলিশ ও রসুন ভারতে পাচারকারীদের  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।   অন্যদিকে পৌর শহর ও উপজেলা পরিষদের   সিসি ক্যামেরা চালুকরন  এবং পৌর শহরের

পরিস্কার-পরিচ্ছন্ন নিয়মিতকরণ ও যানজট নিরসনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন  বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার  আলমগীর হোসেন,  উপজেলা সিনিয়র মৎস্য     অফিসার মোহাম্মদ জুয়েল শেখ।       অনুষ্ঠিত আইন শৃঙ্খলা মিটিংয়ে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য   রাখেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস,জীবননগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.আব্দুল খালেক,জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি    আতিয়ার রহমান,উপজেলা     মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার বীর মুক্তিযোদ্ধা     সাইদুর রহমান,বিজিবির পক্ষে জীবননগর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার বিমল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *