জীবননগর উথলীতে ভুট্টা ক্ষেত গরু বাছুরে তছরুপ দু’পক্ষের সংঘর্ষে দু’জন হাসপাতালে পাল্টাপাল্টি থানায় লিখিত অভিযোগ

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ভুট্টা ক্ষেত গরু বাছুর দিয়ে তছরুপ করার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে গৃহবধুসহ দু’জন হাসপাতালে।   ঘটনাটি বুধবার  বিকাল ৫ টার দিকে   সংঘটিত হয়েছে।   এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার উথলী আখসেন্টারপাড়ার প্রান্তিক কৃষক আনসার আলীর স্ত্রী নাসিমা খাতুন(৪৫) বলেন,আমাদের এক-দেড় মাস বয়সের একটি গরু বাছুর নাকি আমাদের বাড়ীর পাশে থাকা উথলী মাঝপাড়ার মৃত খোদা বকসের ছেলে হামজা মন্ডলদের জমির ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছ খেয়েছে।

এমন অভিযোগ তুলে হামজা তার ভাইপো হৃদয় হোসেন(২৪) বুধবার বিকাল ৫ টার সময় আমাদের বাড়ীতে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই সময় আমি প্রতিবাদ করলে তারা আমাকে বেধড়ক মারপিট করে।

এই সময় আমার পুত্রবধু মীম খাতুন তাদেরকে ঠেকালে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমার ও আমার উক্ত পুত্রবধুর চুলে মুঠি ধরে মারতে মারতে উথলী আখসেন্টারের ভিতরে নিয়ে যায়।

লোকজন আমাদেরকে রক্ষা করেন। আমার  পুত্রবধু মীম খাতুন মারাত্মক ভাবে আহত হয়ে পড়লে তাকে আমরা জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।

এদিকে হামজা মন্ডলদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন,নাসিমা খাতুনদের গরু আমাদের ভুট্টা ক্ষেত অনেকদিন ধরে তছরুপ করে আসছে। একই ভাবে বুধবারও তাদের গরু আমাদের ভুট্টা ক্ষেত তছরুপ করে।

সেই ঘটনায় বুধবার বিকাল ৫ টার সময় তাদের বাড়ীতে বলতে গেলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমাকে ও আমার ভাইপো হৃদয় হোসেনকে বেধড়ক মারপিট করে জখম করে। নাসিমা খাতুন তার হাতে থাকা দা দিয়ে আমার উক্ত ভাইপোর মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। ভাইপো হৃদয়কে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আশরাফুল ইসলাম রতন বলেন,ঘটনার বিষয়টি শুনিনি। তবে ঘটনা বিস্তারিত জেনে শুনে কি করা যায় তা দেখছি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে পুলিশি তৎপরতা গ্রহন করা হয়েছে। পুরোপুরি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *