জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করেছেন। পুলিশ বুধবার রাত সাড়ে ৮ টার সময় তাদেরকে গ্রেফতার করেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
জীবননগর থানার চৌকস সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম বলেন,আমরা জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে বুধবার রাত্রকালীন জীবননগর শহরে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে জীবননগর মডেল মসজিদ সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত হচ্ছে- গোপালগঞ্জের মকছুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামের পরিমল বাড়ৈ’র ছেলে প্রান্তস বাড়ৈ(২৩),সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীভাদা গ্রামের আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম(৩৫) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মজনু সরদার(৪০),
মাদারীপুরের রাজৈর উপজেলার মৃধাবাড়ী গ্রামের বিশম্বর বাড়ৈ’র মেয়ে সংগীতা বাড়ৈ(২০) ও ছেলে সৈরভ বাড়ৈ(১৯)। গ্রেফতারকৃতরা সকলেই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতরা সকলেই ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আমরা বিষয়টি গোপন সংবাদের ভিত্তি জানতে পেরে তাদেরকে গ্রেফতার করি।
ঘটনার ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।