গঞ্জেরখবর ডেস্ক:
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে তার পদে যোগ দেয়ার কথা জানায় পুলিশ সদর দফতর।
এর আগে বুধবার আইজিপি পদ থেকে মো: ময়নুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার পদ থেকে মো: মাইনুল হাসানকে সরিয়ে দেয়া হয়।
অবসরে যাওয়া উপ-পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সেদিনই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই মো: ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেয়া হয়েছিল। তার কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মাইনুল হাসানকে। সূত্র : বিবিসি