আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানাগেছে। (২৩ নভেম্বর শনিবার বেলা সাড়ে দশটার সময় কোটচাঁদপুর রেল স্টেশনের অদুরে এই দূর্ঘটনার শিকার হন ঐ দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধ।
যশোরের চৌগাছা উপজেলার স্বরুপপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মোঃ নবী মিয়া (৬০) পিতাঃ অজ্ঞাত আজ সকালে স্টেশনের কাছে এই দূর্ঘটনার শিকার হন বলে স্হানীয়রা জানান।
স্থানীয়রা জানায়,সকালে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে।
এ সময় বৃদ্ধের মাথা, মুখমন্ডল ও ঘাড় রক্তাক্ত জখম হলে দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার সকাল এগারোটার সময় স্হানীয়রা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
চিকিৎসক জানান রোগীর মাথা, মুখমণ্ডল, ঘাড়ে রক্তাক্ত জখম অজ্ঞান অবস্থায় হাসপাতালে আসায় তার পিতার নাম জানা যায়নি।
এবিষয়ে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ রুহুল আমিন এর নিকট জানতে চাইলে তিনি জানান সকালে ঢাকাগামী চিত্রা ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় ঐ বৃদ্ধ লোক।
এরপর স্হানীয়রা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। আমার স্টেশন এরিয়ার বাহিরে এই ঘটনা ঘটে।
আমি সংবাদ পেয়ে সেখানে যাওয়ার পূর্বে সেখান থেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আমি যেয়ে দেখতে পায়নি। কলেজ সংলগ্ন রেল গেট ও আমার স্টেশন এরিয়ার মাঝখানে এই ঘটনা ঘটে।
শুনেছি লোকটি প্রতিবন্ধী। এখন কেমন আছেন আমি জানিনা। তবে আমার স্টেশন এরিয়ার বাহিরের ঘটনা।