ঝিনাইদহে জামায়াতের ওলামা বিভাগের ডায়েরি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:-

ঝিনাইদহে ওলামা বিভাগের উদ্যোগে মাজলিসুল মুফাস্সিরীন পরিষদের সদস্য ও দ্বায়িত্বশীলের মধ্যে ডায়েরি বিতরণ করা হয়েছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩শে নভেম্বর) সকালে আলহেরা মিলনায়তনে মাওলানা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমান এর উপস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান  অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মোঃ আবু বকর।

তিনি বলেন, ফেসবুকে পাওয়া কোন তথ্য যাচাই না করে প্রচার করা যাবে না। তাফসীর মাহফিলে সরাসরি কোরান ও হাদিস থেকে আলোচনা করা ও ব্যঙ্গ-কৌতুক উপস্থাপন না করার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, ওলামা বিভাগের চেয়ারম্যান মুহাদ্দিস রবিউল ইসলাম, বিশিষ্ট ইসলামি  চিন্তাবিদ  শাহ  মোঃ শাহাদাত   হোসাইন,  মাওলানা আলিনুর রহমান ও হাফেজ মাওলানা নুরুন্নবী আশেকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *