চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন বাবু খান সভাপতি সেক্রেটারী শরীফ সাংগঠনিক সম্পাদক শিপলু,পিটু ও মিল্টন নির্বাচিত
বিশেষ প্রতিনিধি:-
জঁমকালো আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ১৪ পর শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে৷ নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি রাইজিং গ্রুপের এমডি মাহমুদ হাসান বাবু খান।
সাধারণ সম্পাদক পদে শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু
ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন।
এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান।