জীবননগর অফিস:-
সততায় আমাদের শক্তি এই স্লোগানকে সামনে রেখে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দশম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার সময় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের আয়োজনে জীবননগর প্রেস ক্লাবে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ১০ম বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর ব্যুরো জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মামুন হোসেন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার ওসি তদন্ত মোঃ শহিদুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম,আর বাবু,সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, সাংবাদিক নারায়ণ ভৌমিক,নুর আলম,
মাজেদুর রহমান লিটন,চাষি রমজান,মাসুম,দাউদ হোসেন,রকি, রমজান হোসেন,দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ফৈরদৌস ওয়াহিদ,রিপন হোসেন,
জাহিদুল ইসলাম মামুন, আঃ রহিম, আবু সাঈদ প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ।