জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন তেতুলিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে সৃষ্ট একটি ঘটনায় অনুষ্ঠিত সালিস সভায় প্রতিপক্ষরা হামলা চালিয়ে একজনকে মারাত্মকসহ ৬ জন জখম করেছে।
ঘটনাটি সোমবার সন্ধ্যায় নতুন তেতুলিয়া সরকারী প্রাইমারী স্কুল মাঠে সংঘটিত হয়েছে। আহত ডলারকে(২৫) জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য জখমীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া গ্রামের সামসুল আলমের ছেলে মামুন হোসেন বলেন,দু’পক্ষের মধ্যে একটি সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি স্থানীয় ভাবে আপস নিস্পত্তির উদ্যোগ গ্রহন করা হয়।
সোমবার সন্ধ্যায় নতুন তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস সভা শুরু হয়।
সালিস সভা চলা কালে নতুন তেতুলিয়ার নাসিম উদ্দিন, আব্দুল হান্নান,আবু মুসা,তাজমুল,টিটো,আল শাহিন,শিখন ও রাহুলসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন হাতে লাঠিসোটা,লোহার রড,হাতুড়ি
নিয়ে আমাদের ওপর আকস্মিক হামলা চালিয়ে আমার চাচাতো ভাই মেহেদী হাসান ডলারকে হাতুড়ি মারপিট করে সারা শরীরে জখম করে। ঘটনা ঠেকাতে গিয়ে আব্দুস সালাম,শহিদুল,মাফিজুল,তন্ময় ও মেজবাহ হামলার শিকার হয়।
জখমীদের জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডলারের অবস্থা খারাপ হওয়ায় তাকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর পৌরসভার সাবেক কাউন্সিলর আত্তাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে একটিপক্ষ জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানতে পেরেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।