জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসন আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে নানা কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস,জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা.মো: মকদুল হাসান,
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
জুয়েল শেখ, উপজেলা বন সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল,জীবননগর থানা সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক,
বীর৷ মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,মুক্তিযোদ্ধা দলিল উদ্দিনদলু,
জীবননগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহজান আলী,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাখাওয়াত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।