জীবননগর সাহিত্য পরিষদের  আহবায়ক কমিটি গঠন শফিকুল আহবায়ক বাবু সদস্য সচিব

জীবননগর অফিস:-

জল্পনা- কল্পনার  অবসান ঘটিয়ে অবশেষে  চুয়াডাঙ্গার  জীবননগর  সাহিত্য পরিষদের  আহবায়ক   কমিটি   গঠন করা  হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সাহিত্য পরিষদের কার্যালয়ে জীবননগর সাহিত্য  পরিষদের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

পুর্বের কমিটির সভাপতি ও সহ-সভাপতির অনুপস্থিতির কারণে কার্যনির্বাহী কমিটির  ১ নং সদস্য সাসমুল আলমের সভাপতিত্বে ও রকিবুল ইসলাম বাবুর উপস্থাপনায় সভার কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন,ইছাহক আলী,রুহুল আমিন,আব্দুল ওয়াহেদ বিশ্বাস,খলিলুর রহমান,আব্দুল আজিজ,জাহানারা জানি,আশরাফুন নাহার শোভা,শফিকুল ইসলাম মাস্টার,হায়দার আলী,

আবু তালেব,সুজাউল হক,কবির আল চপল,হযরত আলী,শফিকুল ইসলাম রাজু,মাজেদুর রহমান লিটন,আমান উল্লাহ,আমান,

হারুর-অর-রশিদ,রফিকুল ইসলাম,ফারুক খান,নাজমুর সবুর,এলাকলাসুর রহমান রাসেল,শেখ শহিদুল ইসলাম,সাইদুর রহমান প্রমুখ। উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহবায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন-শফিকুল ইসলাম মাস্টার এবং সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম বাবু। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-আ,ল হাসান মো: আবু তালেব,কবির আল চপল,নাজমুর সবুর,হাসান ইমাম,সিরাজুল ইসলাম মাস্টার,হায়দার আলী ও জাহানারা জানি,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *