জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের জলিলপাড়ায় অন্ত:সত্বা গৃহবধুকে যৌতুকের দাবীতে দাবীতে বাবা-মায়ের বাড়ীতেই পিটিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী শরিফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘটিত হয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধুকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা জলিলপাড়ার দিনমজুর আশাদুল হক বলেন,আমার কন্যা রেশমা খাতুনকে(১৮) গত ৮ মাস আগে মনোহরপুর দক্ষিনপাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে শরিফুল ইসলামের(২২) বিয়ে দিই। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুরু হয় যৌতুকসহ নানা উপঢৌকনের দাবীতে আমার উক্ত কন্যাকে মারপিট ও অত্যাচর নির্যাতন।
আমার সাধ্যমত তাকে টাকা পয়সা ও মালামাল দিয়েছি। তারপরও টাকা পয়সার জন্য অত্যাচার নির্যাতন লেগেই আছে। আমার কন্যা বর্তমানে আড়াই মাসের অন্ত:সত্বা। এ অবস্থায় জামাই শরিফুল আমার কন্যা রেশমা খাতুনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে তার বাড়ীতে বেধড়ক মারপিট করে আমার বাড়ীতে তাড়িয়ে দেয়।
একই দিন দুপুর একটার দিকে শরিফুল আমার বাড়ীতে আসে এবং আবারও আমার উক্ত মেয়েকে মারপিট করে মারাত্মক ভাবে জখম করে।
এ সময় আমার স্ত্রী তাসলিমা ঠেকাতে গেলে শরিফুল তাকেও মারপিট করে জখম করে। আমার মেয়ের অবস্থা খারাপ। রক্তক্ষরণ হচ্ছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের বাঁচ্চার কি হয় কিছু বলা যাচ্ছে না। ঘটনার ব্যাপারে আমার স্ত্রী তাসলিমা খাতুন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার রিপন হোসেন বলেন,ঘটনাটি মর্মান্তিক ও দু:খজনক। এমন পাষান্ড স্বামীর দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।