জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের বাজারপাড়া বাসার ছাঁদ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হওয়ার পাঁচ দিনের ব্যবধানে মৃত্যু বরণ করেছেন। নিহত গৃহবধুর নাম বিউটি বেগম(৪২)। ঘটনাটি গত সোমবার সকাল ৮টার দিকে ঘটে এবং শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত গৃহবধু বিউটি বেগম জীবননগর শহরের ব্যবসায়ী হাসানুজ্জামান হাসানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
নিহতের স্বামী হাসান বলেন, সোমবার সকাল ৮ টার দিকে বাড়ীতে সবাই যে যার মত কাজে ব্যস্ত ছিলেন। ওই আমার স্ত্রী বিউটি বাড়ীর ছাঁদে কুমড়ো পাড়ছিল। কিছুক্ষণ পর নিচে জোরে একটি শব্দ শুনতে পায়। কিসের শব্দটা কিসে দেখতে গিয়ে দেখি যে,আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
আমরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কিন্তু মাথায় মারাত্মক ভাবে জখম হওয়ায় কর্তব্যরত চিকিৎসক যশোরে রেফার্ড করেন। যশোর সদর হাসপাতালেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।
সেখানে ডাক্তার বৃহস্পতিবার রাতে তার মাথায় অপারেশন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মৃত্যুবরণ করেন। শুক্রবার রাত তিনটার দিকে মরা দেহ বাড়ীতে আনা হয় এবং শনিবার সকাল ১১ টার দিকে কেন্দ্রিয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জীবননগর থানা অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রাথমিক ভাবে পারিবারিক সূত্রে জানা গেছে, গৃহবধূ বিউটি খাতুন অসাবধানতাবশত বাড়ির ছাঁদে কুমড়ো পাড়তে গিয়ে পড়ে যান গিয়ে মারাত্মক ভাবে আহত হন।
এ সময় তার স্বামী, ছেলেসহ নিকট আত্মীয়রা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। পরবর্তীতে ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।