জীবননগর রাখাল শাহ দরবার কমিটি গঠন সভাপতি আব্দুর রাজ্জাক সম্পাদক আবুল হোসেন

জীবননগর অফিস:-

সকল জল্পনা-কল্পনার অবসান  ঘটিয়ে অবশেষে চুয়াডাঙ্গার  জীবননগর উপজেলার আলীপুর রাখাল শাহ দরবার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পুর্বের কমিটি বিলুপ্তি হওয়ার পর দীর্ঘদিন ধরে নানা জটিলতার মধ্যদিয়ে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি এ কমিটি গঠনের পরও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়।

সর্বশেষ শনিবার কমিটির নাম ঘোষনা করা হয়। নবনির্বাচিত এ কমিটিতে আব্দুর রাজ্জাককে সভাপতি এবং আবুল হোসেন মন্ডলকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম শিকদার,সহ-সাধারন সম্পাদক মকছেদ আলী,কোষাধ্যক্ষ             ইমান আলী দেওয়ান,সহ-কোষাধ্যক্ষ ইয়াদ আলী নপতী,    নির্বাহী সদস্য-হাসান আলী বিশ্বাস,   আলী মিয়া বেপারী,কাজল শিকদার,নজরুল দেওয়ান,আয়নাল হক মিজি,হোসেন আলী শিকদার,নিজাম উদ্দিন,গোলাম মোস্তফা ও আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *