কোটচাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞাপন

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহের  কোটচাঁদপুর  উপজেলার  সাফদারপুর ইউনিয়নের বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞাপনসহ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান খন্দকার মোহাম্মদ হাসানুজ্জামান হাসানের  সহযোগিতায়  হাফেজ মাওলানা  মোঃ রকিবুল ইসলামের পরিচালনায়

শেখ সাদির সার্বিক তত্বাবধায়নে বীর মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমানের  কবর  সমাধিসৌধে ফুল দিয়ে৷ শ্রদ্ধাজ্ঞাপনসহ জিয়ারত করা হয়েছে।

(১৫ই ডিসেম্বর রোজ রবিবার)  সকাল ১১ টার সময় সাফদারপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমান এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন সহ সুরা ফাতেহা ও ইখলাস পাঠ করে  দোয়া মোনাজাত করা হয়।

সকাল সাড়ে এগারোটার সময় বীর মুক্তিযোদ্ধা শহীদ মফিজুর রহমান এর  যুদ্ধকালীণ স্মৃতি ও দুরদর্শিতা মহানুভবতা ,উদরতা ভালোবাসার স্মৃতিচারণ করা হয়।

এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান  সাবেক কমান্ডার কোটচাঁদপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

বীর মুক্তিযোদ্ধা মোঃ মসলেম উদ্দিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শেখ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম

বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা হায়দার রহমান বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা সামসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা

আদিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে ছিলেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ অমেদুল ইসলাম,

সাংবাদিক আবুল হাসান, মোঃ ইমরান, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নাতি নাতনি,রা সহ আরও অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *