বিজয় দিবসের চেতনায় যুব সমাজকে মানবকল্যাণে কাজ করতে হবে- জেলা আমীর রুহুল আমীন

জীবননগর অফিস:-

জামায়াতে ইসলামীর  চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর অ্যাড. রুহুল আমীন বলেন, বিজয় দিবসের চেতনায় যুব সমাজকে মানবকল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষদের পাশে থেকে, তাদের জীবনমান উন্নয়নে পাশে থাকতে হবে।

যুবকদেরকে সম্মিলিতভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকার রাস্তাঘাট মেরামত করার মধ্য দিয়ে মানুষের জীবন যাত্রা সহজ করার উদ্যোগে গ্রহন করতে হবে।

তিনি আরো বলেন, যুবকদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠতে হবে। দেশের প্রয়োজনে আবু সাইদ, মুগ্ধদের মত নিজেদেরকে বিলিয়ে দিতে হবে।

জীবননগরে যুব বিভাগের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ জীবননগর উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  বিকাল ৩ টার সময় উপজেলা জামায়াত অফিসে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারিদের নিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান, জেলা উলামা সম্পাদক মাওলানা ইসরাঈল হোসেন,

জীবন নগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, পৌর সভাপতি হা়ফেজ ফিরোজ হোসেন, হাসাদাহ ইউনিয়ন আমীর আখতারুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক যুবনেতা ইয়াছিন আরাফাত, বায়তুলমাল সম্পাদক আব্দুল মোতালেব, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফিজুর রহমানরতন চৌধুরী, প্রচার সম্পাদক আশিকুর রহমান প্রতিক,

অফিস সম্পাদক শামুল আহমেদ, মিডিয়া সম্পাদক জিহাদ হোসেন, আবুল কালাম আজাদ, পৌর সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার,

সেক্রেটারি সাইমুম শাহরিয়ার, উথলী ইউনিয়ন সভাপতি আহাদ আলী, মনোহরপুর যুব বিভাগের সভাপতি মোমিনুল ইসলাম, কেডিকে সভাপতি ওমর হাসান,

যুবনেতা জহিরুল ইসলাম জাদু, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, ফিরোজ হোসেন, হাসান শাহরিয়ার ও উসমান আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *