কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

“হাসি মুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস

উপলক্ষে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক-এর উদ্যোগে ১৬ই ডিসেম্বর রোজ সোমবার কোটচাঁদপুর মেইন বাসষ্ট্যান্ডে সারাদিন ব্যাপি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো: সোহরাব হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী), উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সুযোগ্য সভাপতি মো: শেখ মশিউর রহমান (শিক্ষক সাফদারপুর প্রাইমারি স্কুল), সিনিয়র সহ-সভাপতি মিলন আহামেদ (সাবেক সেনা কর্মকর্তা), সাধারণ সম্পাদক আব্দুল আলিম (মৎস অফিস মহেশপুর), অর্থ সম্পাদক মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পর্ষদের সদস্য মো: আশরাফুল ইসলাম, মো: ইনারুল ইসলাম, মো: হাসনাত পায়েল, মো: নাহিদ হাসান বাঁধন,

মো: জুয়েল রানা,  মো: ইমরান নাজির, মো: জনি পারভেজ, মো: রিপন খান, মো: অলিফ মেহেদী উৎস, মো: নয়ন হোসেন, মো: শাকিল আহমেদ, মো: রাকিব হাসান।

কোটচাঁদপুর ব্লাড ব্যাংক-এর সভাপতি  শেখ মশিউর রহমান বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই আয়োজন।

, আমরা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং মানবিক সমাজ কাঠামো গড়ে তোলার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক নিঃস্বার্থ ভাবে মানুষের কল্যানে কাজ করে চলেছে।

রক্ত সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তিনি অত্র এলাকার সচেতন মহলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ যে ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক বিনামূল্যে প্রায় ৫ হাজার ব্যাগ রক্তের চাহিদা পূরনসহ ফ্রি মেডিকেল ক্যাম্প,

বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরন, দূর্গত মানুষের পাশে দাড়ানো এবং গরীব ও অসহায় মানুষের জন্য ঈদের সামগ্রী বিরতণ করে থাকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *