জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মেহেদী হাসানের(৩৫) ওপর দূর্বৃত্তরা হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে সংঘটিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
জীবননগর পৌর শহরের রাজনগরের পান ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান জীবননগর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
গত ৫ আগষ্ট দেশের পটপরিবর্তনে সুযোগে দূর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে।
এদিকে মেহেদী হাসান মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মোটর সাইকেল যোগে জীবননগর পৌর শহরের টাইগার চত্বরে সামনে পৌছালে বেশ কয়েকজন যুবক তার মোটর
সাইকেল থামিয়ে তাকে বেধড়ক পিটিয়ে মাথায় মারাত্মক রক্তাক্ত জখম করে চলে যায়। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ওমর ফারুক বলেন মেহেদী হাসানকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি চিকিৎসা শেষে বাড়ীতে চলে গেছেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাসের মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ না করায় ঘটনার ব্যাপারে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।