জীবননগর বেনীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আব্দুল খালেক হাসপাতালে থানায় অভিযোগ
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে জমি জায়গার বিরোধ ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আব্দুল খালেক(৬৭) আহত হয়েছেন। ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সংঘটিত হয়েছে।
বৃদ্ধ আব্দুল খালেককে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার বেনীপুর মাঠপাড়ার মৃত মুন্তাজ মন্ডলের ছেলে দিনমজুর আব্দুল খালেক আবেগঘন কন্ঠে বলেন,আমি বিএনপি করি এমন অভিযোগ তুলে আমার বৈধ জমি আমার একই গ্রামের প্রতিপক্ষ আজিজুল হক(৬৫) দীর্ঘ ১২-১৫ বছর ধরে আমাকে হয়রানি করে আসছে এবং আমার সম্পূর্ণ জমি দখল বুঝে না দিয়ে নানা ভাবে হয়রানি করে আসছে।
সর্বশেষ বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে আমার বসতভিটার অন্য অংশ দখল করে স্থাপনা নির্মান কালে আমি বাঁধা প্রদান করার কারণে আজিজুল হক,তার স্ত্রী আছিয়া খাতুন ও মেয়ে সনেকা খাতুন আমার ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে।
বর্তমানে আমাদেরকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করেন। জীবননগার থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম বলেন,ঘটনার বিষয়ে আমার কোন কিছু জানা নেই। কোনপক্ষই আমার সাথে কোন কিছু বলেনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।