জীবননগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
জীবননগর অফিস:-
প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জীবননগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল,জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহতাব মানিক,সাংবাদিক মোঃ ফেরদৌস, তুহিনুজ্জামান। র্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও সংস্থা প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যাওয়ার সময় যেন ক্ষতির মুখে না পড়েন সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সবাইকে সোচ্চার হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।