বিজয় দিবসে জীবননগর সাহিত্য পরিষদের আলোচনা সভা ও সাহিত্যপাঠ আসর..

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর  সাহিত্য পরিষদের  আয়োজনে  মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে সাহিত্য   পরিষদের  কার্যালয়ে  আয়োজিত  এ আলোচনা  সভায়
সভাপতিত্ব করেন জীবননগর সাহিত্য পরিষদের আহবায়ক শিক্ষক শফিকুল ইষলাম।
অনুষ্ঠানে জীবননগর সাহিত্য পরিষদের সদস্য সচিব রকিবুল ইসলাম বাবুল উপস্থাপনায় বিজয় দিবসের ওপর আলোচনা রাখেন ও কবিতা পাঠ করেন,

লেখক হাবিবি জহির রায়হান,কবি জাহানারা জানি,কবি গুরু চতুক,কবি হাসান ইমাম,কবি সেলিম রেজা,আব্দুল্লাহ আল মাবুদ ও কবি রানা হামিদ।

এ  সময় উপস্থিত   ছিলেন-শিক্ষক  আসাদুল  ইসলাম,রওশন আরা,নাজমুর সবুর,সাইদুর রহমান,মিজানুর রহমান,আমানুল্লাহ আমান,শহিদুল ইসলাম,দেলোয়ার,ছিনা,নয়ন,আব্দুল মতিন ও

উজ্জল আলী।এসময় নজরুল সংগীত পরিবেশন করেন- হায়দার আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *