বিএনপির সাথে ১২ দলীয় জোটের বৈঠকে যা আলোচনা হলো
বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি বলে বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের জানিয়েছেন। তবে আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তারা।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা পরবর্তী সময়ে জানাবো।’
তিনি আরো বলেন, ‘১২ দলীয় জোট এবং বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে। সেটার প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি।’
তবে বৈঠক থেকে সামনের দিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথমে ১২ দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সাথে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বৈঠকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে সমমনা জোট আর লেবার পার্টির সাথে বৈঠক করবে বিএনপির লিয়াজোঁ কমিটি