কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় উদ্বোধন করা হয়েছে ক্রাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।শনিবার সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্নে চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার খামারবাড়ির উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল কবীর পূর্ণ,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শংকর রায়, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন।
এর আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এবারের স্মার্ট কৃষি মেলায় পৃথক দশটি স্টলে কৃষির ওপরে জন সচেতনতায় ও উদ্বুদ্ধ করতে সাজানো হয়েছে।
কৃষি উপসহকারী কর্মকর্তাগন এসকল স্টলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেণ।
এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ উপজেলার কৃষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধীবৃন্দ।