জীবননগর প্রতাপপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন
জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর ও বাঁকা প্রতাপুরে শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। দি এইচএইচসিবি মিনিস্ট্র বাংলাদেশের আয়োজনে ও ব্লাঙ্কেটস ডিস্ট্রিবিউশন প্রোগামের অর্থায়নে দু’শতাধিক নারী-পুরুষ অসহায়,সুবিধা বঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।
শনিবার বিকাল তিনটার জীবননগর বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল বাসার,ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান,বিএনপি নেতা জাফর আলী,যুবদল নেতা রাজা মালিতা ও ব্লাঙ্কেটস ডিস্ট্রিবিউশন প্রোগাম এর পরিচালক আব্দুল মান্নান।
কম্বল বিতরন অনুষ্ঠানে ব্লাঙ্কেটস ডিস্ট্রিবিউশন প্রোগামের পরিচালনক আব্দুল মান্নান বলেন,শুধু শীত বলে কথা নয়,প্রত্যেকটি দূর্য়োগে সমাজের বিত্তবানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
আমি প্রতি বছর চেষ্টা করব শীতার্থ মানুষের মাঝে উল্রেখযোগ্য হারে শীতবস্ত্র প্রদানে। এ বছর যা দিলাম,তাতেই আপনারা খুশি থাকবেন। আগামী বছর চেষ্টা করব আরো বেশী মানুষের মাঝে কম্বল বিতরন করার।