জীবননগরে বিএডিসি-সানসাইন  আলু বীজ নিয়ে বিপাকে কৃষকরা ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন

জীবননগরে বিএডিসিসানসাইন  আলু বীজ নিয়ে বিপাকে কৃষকরা ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর বাজারের বীজ ডিলার ও  বীজ পাথিলা হিমাগারের প্রতারণায়  বীজ আলু রপণ করে আলু চাষিদের মাথায় হাত উঠেছে।

ক্ষতিপুরণের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০ টার সময় ১২ জন ভুক্তভোগী কৃষক  জীবননগর শহরে মানববন্ধন করেন।

ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা যায় উপজেলার কন্দপপুর,মিনাজপুর ও বৈদ্যনাথপুর  মাঠের ১২ জন কৃষকের প্রায় সাড়ে ১৫ বিঘা জমির রোপণ করা আলু বীজের চারা গজায়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা সানসাইন আলু বীজ ডিলার জীবননগর বাজারের রাজেদুল ইসলামের প্রতিনিধির মাধ্যমে সরকারি মুল্যের চেয়ে দ্বিগুন মুল্য দিয়ে দত্তনগর হিমাগারের উপপরিচালক(টিসি)ট্যাগ লাগানো সানসাইন জাতের বীজ বপন করি।

কিন্তু দীঘদিন অতিবাহিত হলেও শতকরা ৯০ভাগ চারা গজায়নি।যার ফলে কৃষকদের সাথেপ্র তারনা করায় তারা এই ডিলারের দৃষ্টান্তমূলকশাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ দবি করেছেন।

সরেজমিন উপজেলার কন্দপপুর,মিনাজপুর ও বৈদ্যনাথপুর মাঠে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে আলুখেত।

মাঠে অনেক আলুচাষির আলুখেতে আলুর চারা গজায়নি। কৃষকরা জানান, বিগত যে কোন বছর থেকে এবার প্রতি বিঘায় খরচ বেড়েছে ১০ থেকে ১২ হাজার টাকা করে।

এখন পর্যন্ত এক বিঘা আলু চাষে খরচ হয়েছে প্রায় ৫০-৬০ হাজার টাকা। অনেক চাষী জমি লিজ নিয়ে এমনকি বিভিন্ন এনজিও থেকে  ঋণ- আলু চাষ করেছেন।

ক্ষতিপুরুন না পেলে তাদের নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

কন্দপপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আইনাল হোসেন , কৃষক মহাসিন, আলমগীর,সাইদ,সাদ্দাম,সুহাগ,আলিম,বশির,মমিন,হাসেম,মোফাজ্জেলও মজিবার  বলেন,

আলু রোপণ করেছি, কিন্তু কোন চারা গজায়নি। আমরা বিএডিসির ডিলারের মাধ্যমে পাথিলা হিমাগার থেকে  ১২০ বস্তা সানসাইন আলু লাগিয়েছিলাম।

এবিষয়ে  দত্তনগর হিমাগারের উপপরিচালক মোঃ ফরিদ হোসেন বলেন,  উপজেলার কয়েকটা স্থানে সানসাইন আলুর বীজে চারা গজায়নি বলে অভিযোগ পেয়েছি।

তবে বিষয়টি মাঠ পযায় তদন্ত করে আমরা এ বিষয়ে একটা পদক্ষেপ নিব । কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা উদ্ধতন কতৃপক্ষকে জানাবো।

এ ব্যাপারে ডিলার রাজেদুল ইসলাম বলেন, পাথিলা হিমাগার থেকে কন্দর্পপুরের মহাসিন আলীর নিকট বীজ বিক্রি করা হয়। কোন কৃষকের নিকট বীজ বিক্রি করা হয়নি। কোন কৃষকের নিকট বীজ বিক্রির প্রমাণ দেখাতে পারবে না।

এবিষয়ে জীবননগর উপজেলা কৃষি অফিসার  আলমগীর হোসেন  বলেন, সানসাইন জাতের আলুর বীজ নিয়ে কৃষকরা প্রতারণার শিকার হয়েছে

এমন একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম সেই অভিযোগের ভিক্তিত্বে আমাদের একজন কমকতা মাঠ ভিজিট করেন সেখানে দেখা যায় আলুর চারা গজায়নি যার ফলে কৃষকদের চরম লোকসান হয়েছে।

এবিষয়টি আমি দত্তনগর হিমাগারের দায়িত্বরত উপপরিচালকের সাথে কথা বলেছি তিনি বলেছেন মাঠ পরিদশন করবেন এবং কৃষকদের ক্ষতিপুরন দেয়ার বিষয়েও আমি তাকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *