কোটচাঁদপুরে বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

কোটচাঁদপুরে বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার  সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কুশোখালি বিলের মধ্যে সমশের সরদার, রিপন হোসেন,

নায়েব আলী,জামাল উদ্দিন, কাওছার আলী, মনিরুল মনিসহ সবাই বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত।

কেউ বিজতলায় সার ছিটাচ্ছে কেহ পানি দিচ্ছে কেউ কেউ  আবার পৌষ মাসে ঘন কুয়াশায় বীজতলা নষ্টের ঝুঁকি এড়াতে নানা উপায় অবলম্বন করছেন।

ধানের চারার সুরক্ষায় পলিথিন ও ছাউনী দিয়ে বীজতলা ঢেকে দিয়েছেন।

উপজেলার গ্রামগুলোর বোরো ইরির বীজতলাগুলতে একই চিত্র দেখা গেছে।

কেউ কেউ বীজতলার বাড়তি পানি নিষ্কাশনের জন্য তৈরি করেছেন ছোট ছোট ড্রেন। এছাড়া চারার ডগায় জমে থাকা শিশির ঝরিয়ে দিতে ব্যবহার করছেন লাঠি।

বৃষ্টির পূর্বাভাস ও ঘন কুয়াশায় গত এক সপ্তাহ যাবত উপজেলা জুড়ে বোরো ধানের বীজতলার বাড়তি যত্ন নিচ্ছেন কৃষকরা।

কৃষকেরা বলছেন, কুয়াশা তীব্র হলে বীজতলার অঙ্কুরিত চারার বৃদ্ধি কমে যায়। এছাড়া কুয়াশার কারণে ধানের চারা বিবর্ণ হয়ে যায়। এতে ভালো চারা তৈরি করতে কঠিন হয়ে পড়ে।

উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে আগামী ইরিবোরো মৌসুমে বীজতলা তৈরিতে (হাইব্রিড ৩.৫২হেক্টর ও উফশী ২৯৮.৮৫হেক্টর) উপজেলার ৩০০ জন কৃষককে সরকারের প্রণোদনা

হিসাবে  প্রতিজনকে  দুই কেজি করে  বীজ সরবরাহ  করা  হয়েছে। উফশী জাতের ৫৯৭৭ হেক্টর ও হাইব্রিড জাতের ৮৮ হেক্টর সর্বমোট ৬০৬৫ হেক্টর জমিতে বোরো ধান রোপনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েই  ধানের বীজ সরবরাহ  করা হয়েছে কৃষকদের।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাজমুস সাকিব শাহীন কে জিজ্ঞাসা করা হয়,

ঘন কুয়াশা আর প্রচন্ড শীতে কৃষকরা ভালো চারা তৈরি করতে কি ব্যবস্থা নিতে পারে?

উত্তরে তিনি এ প্রতিবেদক কে  বলেন, পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেয়ার বিকল্প নেই।

এতে চারার আর্দ্রতা ও বীজতলার তাপমাত্রা ঠিক থাকে। ফলে চারার বৃদ্ধি ভালো হয়।

তিনি কৃষকদেরকে পরামর্শ দিয়ে বলেন, যদি ধানের চারার ডগা লালচে বর্ণ ধারণ করে তাহলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে।  শৈত্যপ্রবাহ থাকলে ধানের চারার ডগায় শিশির জমে এটা ক্ষতিকর।

তাই, পাটকাঠি বা লম্বা কাঠি দিয়ে ধানের চারার ডগা থেকে শিশির ঝরিয়ে দিতে হবে।

এছাড়াও তিনি বলেন, ধানের বীজতলার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে।

তবে সবরকম কৃষি তথ্য ও সহযোগীতা ব্লক সুপারভাইজারদের মাধ্যমে কৃষক পর্যায়ে পৌঁছে দেয়ার কাজ আমরা আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *