মহেশপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ করে বিজিবি গুলি বর্ষণ
জীবননগর অফিস:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ করে বিজিবি গুলি বর্ষণ করেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা বিলের ৫০/৫১ নং পিলারের পাশে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। সেসময় বিজিবি চোরাকারবারিদের ফেলে যাওয়া ১৬ বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আজিজুস শহীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন ২০-২২ জন চোরাকারবারি সীমান্তের কানাইডাঙ্গা বিলের ৫০/৫১ নং পিলারের পাশ দিয়ে অবৈধ মালামাল নিয়ে ভারতের ভিতর থেকে বাংলাদেশের ভিতরে আসছে।
খবর পেয়ে নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকায় ওৎ পেতে থাকে।
তারা চোরাকারবারিদের আসতে দেখে চ্যালেঞ্জ করে। সেসময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ছুঁড়ে মারে। বিজিবি আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। গুলির শব্দে চোরাকারবারিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি তাদের ফেলে যাওয়া ১৬ বস্তা ফেনসিডিল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।