কোটচাঁদপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির  প্রশিক্ষন অনুষ্ঠিত

কোটচাঁদপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির  প্রশিক্ষন অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

মা ও শিশু  সহায়তা  কর্মসূচির  আওতায়  ঝিনাইদহের  কোটচাঁদপুরে দুইদিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার অফিসার্স ক্লাবে  এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে।

জানা যায়, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় কোটচাঁদপুরে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে।

এ প্রশিক্ষনের আয়োজনে ছিলেন কোটচাঁদপুর মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

সোমবারে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষন শুরু হয। মঙ্গলবার ছিল ওই প্রশিক্ষনের শেষ দিন।  প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক  অধিদপ্তর  ঝিনাইদহের উপপরিচালক ( ডিডি) মুন্সী ফিরোজা সুলতানা, কোটচাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তরুন কুমার,
মহেশপুরের মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
ওই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন, কোটচাঁদপুর উপজেলা পরিবার  পরিকল্পনা  অফিসের  ভিজিটর  হালিমা  খাতুন, পৌরসভার এফপিআই সোহাগ মোস্তফা, কুশনার এফপিআই  বিপুল হোসেন,

এলাঙ্গীর এফপিআই সালাহ উদ্দিন,  পৌরসভার এফ ডব্লিউএ উর্মি আক্তারসহ মোট ২২ জন।
কোটচাঁদপুরে রিসোর্সপুলের ২ দিনব্যাপি প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ নিয়ে প্রশিক্ষন দেয়া হয় প্রশিক্ষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *