কোটচাঁদপুরে ৪০ ব্যারেল বিটুমিন চুরির অপরাধে পৌর শ্রমিক দলনেতাসহ তিনজন গ্রেফতার
আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরির৷ সাতদিন পর থানা পুলিশ সোমবার রাতে তা ঝিনাইদহ উদ্ধার করেন।
এ ঘটনার সাথে কোটচাঁদপুর পৌর শ্রমিক দলনেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গত ১৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের মঈদুল মিয়ার পরিত্যক্ত ইট ভাটা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরি হয়ে যায়।
ওই ঘটনায় ১৯ ডিসেম্বর ঠিকাদার তোতা মিয়া ও অলিয়ার রহমান মডেল থানায় অভিযোগ করেন।এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।
গোপন সংবাদ অনুযায়ী সোমবার রাতে ঝিনাইদহে অভিযান চালান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি চৌকস দল। উদ্ধার করেন চুরি হওয়া ৪০ ব্যারেল বিটুমিন।
এ সময় ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহেশপুর উপজেলার নেপা গ্রামের মৃত রয়েল বক্সের ছেলে বিটুমিন চুরির মাস্টার মাইন্ড।
বর্তমানে কোটচাঁদপুরর পৌর এলাকার আদর্শ পাড়ার মাটি ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫),কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার আখের আলীর ছেলে জাতীয়তাবাদী(বিএনপির) অঙ্গ সংগঠন পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান (হিরা) (৪৪) ও বেনেপাড়ার আলফা মন্ডলের ছেলে আকরাম হোসেনদেরকে(৪৮) গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন,অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত শুরু করি। এরপর গতরাতে ঝিনাইদহে অভিযান চালিয়ে ৪০ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,অনেক পরিশ্রমের পর চুরির ঘটনাটি দ্রুত উদঘাটন করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে মালামালও।