জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী আমতলাপাড়ায় ব্রাশ করা কালে থুথু রাস্তায় ফেলার অপরাধে বিধবা নারীকে তারই প্রতিবেশী পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে।
তবে আহত নারীর অভিযোগ অভিযুক্ত আক্তার হোসেন(৩৮) তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল তাতে সাড়া পেয়ে আক্রোশে রাস্তায় থুথু ফেলার অভিযোগে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের উথলী আমতলাপাড়ার মৃত আবুল কাশেমের স্ত্রী সইতন খাতুন(৫০) বলেন,আমার প্রতিবেশী নাজিম উদ্দিনের ছেলে আক্তার হোসেন আমাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। আমার নিকট থেকে সাড়া না পেয়ে আমার প্রতি আক্তার হোসেন ক্ষিপ্ত হয়।
আমি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে আমার বাড়ীর সামনে ব্রাশ করা কালে আমি রাস্তায় থুথু ফেলেছি এমন অভিযোগ তুলে আমাকে বেধড়ক মারপিট করতে থাকে। সে সামনে যা পায় তাই দিয়ে মারে আমাকে বেধড়ক মারপিট করে।
পেরেক গিতানো একটি কাঠের ফিড়ে দিয়ে ডান হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। গায়ের কাপড় চোপড় টানা হেচড়া করে আমাকে বেআবরু করে এবং শীলতাহানি ঘটায়।
উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মঈনুল ইসলাম বলেন,ঘটনার ব্যাপারটি আমি লোকমুখে শুনেছি। তবে বর্তমানে কি অবস্থা তা আমি জানি না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে তদন্তের ভার দিয়েছি। তদন্ত করে চুড়ান্ত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।