জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে নদীর মাটি কেটে বিক্রি করতে বাঁধা দেয়ায় মাটি খাদকেরা বিধবা নারীসহ দুই বোনকে মারপিট করে মারাত্মক ভাবে জখম করেছে। আহত দুই বোনকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনা বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর পুর্বপাড়ার মৃত মোজাম মন্ডলের ছেলে বাবুল হোসেন বলেন, আমার দুই বোন বুলবুলি খাতুন ও চেয়ারবানু গঙ্গাদাসপুর নদীর ধারে বসবাস করেন। নদীর দুই ধারে স্তুপ করা নদীর মাটি সম্প্রতি গঙ্গাদাসপুরে গ্রামেরর মৃত ভেতর বুদ্ধি মোজামের ছেলে আব্দুল হাকিম
ও তার ছেলে লিটন এবং আমার ছোট ভাই মিলন হোসেন কেটে বিভিন্ন ইটভাটা ও স্থানীয় লোকজনের নিকট বিক্রি করে দিচ্ছে। এ অবস্থায় তারা আমার উক্ত দুই বোনকে উচ্ছেদ করে সেখানকার মাটিও কাটতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু তাতে আমার বোন দুটি আপত্তি তোলে এবং বাঁধা প্রদান করে।
মাটি খাদকেরা বুধবার রাত সাড়ে ১০ টার সময় আমার উক্ত দুই বোনের বাড়ীতে প্রবেশ করে তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করে। আমরা পরে তাদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল কুদ্দুস বলেন,আমি ঘটনার কথা লোকমুখে শুনেছি। আমার কাছে কোনপক্ষই আসেনি। মামলা-মোকদ্দমার কথা আমি জানি না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।