কোটচাঁদপুর পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,কোটচাঁদপুর সংবাদদাতা:-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে

ও সেক্রেটারী জনাব মাহফুজুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন শহরের মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মোহতামিম হাফেজ নুরুন্নবী আশেকী।

বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সহঃ সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল হাই বলেন,

আওয়ামী সরকারের সীমাহীন জুলুম-নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরেন।একই সাথে দূর্নীতিমুক্ত, শোষণহীন সমাজ ও রাষ্ট্র গঠনে কর্মীদেরকে নিজেদের জীবনে রাসুল (সাঃ) আদর্শ অনুসরণ করার আহবান জানান।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর মাষ্টার আজিজুর রহমান, সাবেক সেক্রেটারি

ও কর্মপরিষদ সদস্য প্রভাষক শরিফুল ইসলাম, পৌর জামায়াত নেতা বরকত উল্লাহ, শাহাবুদ্দিন, ডাঃ বিলাল হোসেন,মাষ্টার শাহাজাহানসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *