জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে সাহিত্য পরিষদের কার্যালয়ে সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সাহিত্য আসরে সাহিত্য পরিষদের আহবায়ক শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আহবায়ক শফিকুল ইসলাম বলেন,জীবননগর সাহিত্য
পরিষদের কার্যক্রম আরো গতিশীল ও প্রাণবন্ত করতে সকল সদস্যকে যথারীতি সাহিত্য আড্ডায় উপস্থিত হতে হবে এবং যুগোপযোগী কবিতা ও প্রবন্ধ লিখতে হবে।
আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি গুরু চতুক,সেলিম রেজা,আসাদুল ইসলাম,কবি মিজানুর রহমান সনু,রাজিম হোসেন,কবির আল চপল,সৈয়দ হোসেন,আনিছুর রহমান,রকি,মশিউর রহমান আনন্দ,মাসুদ হাসান প্রমুখ। কবি রাজু সাহিত্য আষরে উপস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন।