জীবননগর করিমপুর একই বাড়ী থেকে দু’টি পাখিভ্যান চুরি দিশেহারা ভুক্তভোগী পরিবার

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুর গ্রামের একটি প্রান্তিক পরিবারের দু’টি পাখিভ্যান রাতের আধারে চোর চক্রের সদস্যরা অভিনব কৌশলে ‍চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি রোববার দিনগত সোমবার রাতে সংঘটিত হয়েছে। পরিবারে  আয়ের  একমাত্র উৎস ভ্যান  দু’টি চুরি হওয়ায় ভুক্তভোগী পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের করিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইউসুফ আলী বলেন,আমি ও আমার ভাই আক্কাস আলী পাখিভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলাম।

আমরা প্রতিদিনের মত  পাখিভ্যান দু’টি  বাড়ীর৷ উঠানে
রেখে দিয়ে যার যার ঘরে ঘুমিয়ে পড়ি। একই ভাবে রোববার রাতে ভ্যান দু’টি উঠানে তালাবদ্ধ করে রেখে দিই এবং নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি।

সোমবার ভোর ৫ টার দিকে ঘুম থেকে জেগে ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করলে দেখা যায় ঘরের বাইরে থেকে দরজার শিকল উঠানো।

একই অবস্থা  আমাদের  দু’ভাইয়ের ঘরে।  পরে  আমরা
বাইরে বের হয়ে দেখি উঠানে রাখা ভ্যান দু’টি নেই। আমরা ভ্যান দু’টি বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করি। কিন্তু কোথাও কোন হদিস পাওয়া যায় না।

ভ্যান দু’টিই ছিল আমাদের আয়ের একমাত্র উৎস,এখন তো আমরা হতাশ,কি করব তা ভেবে পাচ্ছি না।

হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মহিউদ্দিন বলেন,ঘটনাটি দু:খজনক ও কষ্টের। কারণ ভুক্তভোগী পরিবার দু’টি গরিব মানুষ। ভ্যান চালিয়ে যা আয় হয় তাই দিয়ে তারা রুটি-রুজির ব্যবস্থা করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ  মামুন  হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত চোরদের সনাক্তকরণে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *