জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্ডিয়ায় সড়কের
পাশের মাটি কেটে গর্ত করা ও মাটি ইটভাটায়
সরবরাহ করার অপরাধে মোহাম্মদ জাহিদ হোসেন নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী ক র্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বকুন্ডিয়ায় সড়কের পাশ থেকে ইটভাটা মালিক পক্ষের মোহাম্মদ জাহিদ হোসেন মাটি কেটে তা ইটভাটায় সরবরাহ করেছিলেন।
এমন সংবাদ পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন সেখানে পৌঁছান এবং ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪( খ ) অপরাধ এবং ১৫(১) ধারায় মোহাম্মদ জাহিদ হোসেনকে
দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে তাকে ভবিষ্যতের সতর্ক করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস তাকে সহযোগিতা করেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন বলেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪( খ ) অপরাধ এবং ১৫(১) ধারায় মোহাম্মদ জাহিদ হোসেন নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে যেন আবার একই অপরাধ না করে সে বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।